• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘নাশকতাকারীদের কেউ পার পাবে না’

  বগুরা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০০
বগুড়া
ছবি : দৈনিক অধিকার

মঙ্গলবার বিকেলে বগুড়া শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর বন্দরে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া) সনাতন চক্রবর্তী উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি আরও বলেন, কোমলমতি শিশুরা যাতে মাদক, জঙ্গীবাদসহ নানা অপরাধে জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবকদেরকে সজাগ থাকতে হবে। আজকের সন্তানরাই আগামীতে জাতির নেতৃত্ব দিবে। তাই সন্তানরা কার সাথে মিশে, কেন মিশে এবং কি করে এসব বিষয়ে অভিভাবকদের সব সময় সতর্ক থাকতে হবে।

গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার রোখশানা ইসলাম সুজানা, শাজাহানপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক জহুরুল ইসলাম। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজের সঞ্চালনায় পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রোটারিয়ান মেজবাউল আলম, কমিউনিটি পুলিশিং নেতা মেহের আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ উদ্দিন, ছাত্রলীগ নেতা আহসান হাবিব তিতু প্রমুখ। উক্ত সভায় গোহাইল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড