• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগেই ম্যানইউর হার! 

  ক্রীড়া ডেস্ক

০৩ এপ্রিল ২০১৯, ০৯:৩২
উলভারহ্যাম্পটনের মাঠে হেরে গেল ম্যানইউ
উলভারহ্যাম্পটনের মাঠে হেরে গেল ম্যানইউ; (ছবি : সংগৃহীত)

আগামী সপ্তাহে (১০ এপ্রিল) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচের আগে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে রেড ডেভিলরা। বার্সার সঙ্গে লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল ম্যানইউ। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে দুই গোল খেয়ে হারের হতাশা নিয়ে ফিরেছে ওলে গানার সোলস্কায়ের দল।

সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে উলভসের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল ইংলিশরা। ফলে মঙ্গলবারের (২ এপ্রিল) ম্যাচটি ছিল প্রতিশোধের। কিন্তু তা না হয়ে উল্টো ২-১ গোলে হেরে যায় তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ম্যানইউ। প্রথমে সাফল্যও ধরা দেয় তাদের। ১৩তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদের ছোট পাস পেয়ে দূরপাল্লার নিচু শটে পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে।

এগিয়ে গেলেও অতিথিদের জবাব দিতে বেশিক্ষণ লাগেনি উলভসের। ম্যাচের ২৫তম মিনিটে রাউল হিমেনেসের দারুণ রক্ষণচেরা পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার দিয়োগো জতা।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় ম্যানইউ। ৫৭তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। জতাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাশলে ইয়ং।

দশ জনের ইউনাইটেডের বিপক্ষে সুযোগটি কাজে লাগায় উলভস। ম্যাচের ৭৭তম মিনিটে এগিয়ে যায় তারা। তবে গোলটি ম্যানইউ খেলোয়াড়দের ভুলেই হয়। বাঁ দিক থেকে স্প্যানিশ ডিফেন্ডার ইয়োনির ক্রসে ঠিকমতো হেড করতে পারেননি হিমেনেস। বল ঠিক গিয়ে পড়ে গোলমুখে। জটলার মধ্যে ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের গায়ে লেগে বল গোললাইন পেরিয়ে যায়।

২-১ গোলে এগিয়ে থেকে উলভস অতিথিদের আর গোল করতে দেননি। আর সপ্তম হার নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩। চার নম্বরে আছে টটেনহ্যাম (৬১ পয়েন্ট)।

ওডি/এএপি