• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোহলির প্রোফাইল লিখেছেন শচীন!

  অধিকার ডেস্ক    ২০ এপ্রিল ২০১৮, ১৯:৩২

আইপিএল ২০১৮
সংগৃহীত ছবি

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের ২০১৭ দারুণ কেটেছে। টাইম ম্যাগাজিনের বিচারে ২০১৮ সালে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

শুধু ২০১৭ সাল নয়, বেশ কয়েক বছর ধরেই তিনি তার সেরা সময় কাটাচ্ছেন। কিন্তু টাইম ম্যাগাজিন এই ১০০ জনকে বেছে নিয়েছে ২০১৭ সালের ভিত্তিতে।

কোহালি ছাড়া আরও পাঁচজন ক্রীড়াবিদ রয়েছেন এই ১০০ জনের তালিকায়। তাদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের বাইরের। তার মধ্যে একজন টেনিস তারকা রজার ফেদেরার ও দ্বিতীয় বিরাট কোহলি।

টাইম ম্যাগাজিনে বিরাট কোহলির প্রোফাইলের লেখক স্বয়ং শচীন টেন্ডুলকার। কারণে শচীনকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলি। টুইটে তিনি লেখেন, ‘ধন্যবাদ, শচীন পাজি, আমাকে নিয়ে লেখার জন্য। টাইম ম্যাগাজিনের ১০০ জনের তালিকায় জায়গা পেয়ে আমি গর্বিত।’

টেন্ডুলকার সেই সময়ের কথা লিখেছেন, যখন তিনি প্রথম কোহলিকে দেখেছিলেন।

তিনি লেখেন, ‘২০০৮এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যেখান থেকে উঠে এসেছিল ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম। সেই সময় আমি প্রথম ওকে দেখি ভারতের নেতৃত্ব দিতে। আর আজ বিরাট কোহলির নাম মুখে মুখে ঘোরে।’

শচীন লিখেছেন, ‘আমার বাবা বলতেন, তুমি যদি তোমার কাজের প্রতি একনিষ্ঠ হও তাহলে একদিন তোমার নিন্দুকরা তোমার পথ অনুসরণ করবে।’