• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যানইউকে পেছনে ফেলে শীর্ষ চারে আর্সেনাল 

  অধিকার ডেস্ক    ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২২

আর্সেনাল
আর্সেনালের কোচ ও খেলোয়াড়রা; (ছবি : সংগৃহীত)

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের দুই গোলে জয় পায় আর্সেনাল। এমন জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে গার্নার্সরা। অবশ্য রেড ডেভিলদের সঙ্গে পয়েন্ট ব্যবধান খুব বেশি নয়, মাত্র ১।

রবিবার নিজেদের মাঠে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেত্তে ও ১৭তম মিনিটে হেনরিক মিখিতারিয়ান গোল দুটি করেন। এই জয়ে নিজেদের মাঠে শেষ ১৩টি লিগ ম্যাচে অপরাজিত রইল তারা। এর মধ্যে শেষ সাতটিতে টানা জয় পেয়েছে আর্সেনাল।

২৭ ম্যাচের ১৬টিতে জিতে ও ৫টিতে ড্র করে ৫৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে চতুর্থ স্থানে। আর ২৭ ম্যাচের ১৫টিতে জিতে ও ৭টিতে ড্র করে ৫২ পয়েন্ট নিয়ে ম্যানইউ রয়েছে পঞ্চম স্থানে। আর ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম। শীর্ষে আছে লিভারপুল।

এএপি