• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সালাহ-ফিরমিনো-মানের গোলে লিভারপুলের দাপুটে জয়

  অধিকার ডেস্ক    ২০ জানুয়ারি ২০১৯, ১২:৫৮

লিভারপুল-সালাহ
গোলের মুহূর্তে সালাহ; (ছবি ; সংগৃহীত)

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হয়েছিল ক্রিস্টাল প্যালেস। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে ৪-৩ গোলে হারিয়ে লিগের শীর্ষে থাকলো লিভারপুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্টে এগিয়ে গেল অলরেডরা। ম্যাচে জোড়া গোল করলেন মোহামেদ সালাহ। জালের দেখা পেলেন রবের্ত ফিরমিনো ও সাদিও মানে।

ম্যাচের শুরুতেই আন্দ্রোস টাউনসেন্ডের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। তবে সালাহ ও ফিরমিনোর গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে ছিল লিভারপুল। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লিভারপুল।

দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের ৬৫তম মিনিটে জেমস টমকিন্স গোলে বিপদে পড়ে লিভারপুল। তার ঠিক ১০ মিনিটে পর গোলরক্ষকের ভুলে ফের পিছিয়ে পড়ে ক্রিস্টাল। মিলনারের ক্রসে গোলরক্ষক পাঞ্চ করার পর বল নিজেদের গোলমুখেই ছুটছিল। দাড়িয়ে থাকা সালাহ স্রেফ টোকা দিয়ে গোলটি করেন।

এই নিয়ে প্রথম মিশরীয় হিসেবে ৫০তম লিগ গোল করেন তিনি, আর অষ্টম আফ্রিকান হিসেবে এই মাইলফলকে পৌঁছান গত মৌসুমের সেরা খেলোয়াড়।

এএপি