• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:৫১

মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ; (ছবি : আইসিসি টুইটার)

মিরপুরে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টসে হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ।

অপরিবর্তিত একাদশ

কোনো দলই পরিবর্তন আনেনি আগের ম্যাচের একাদশে। তাতে পরিষ্কার হয়ে উঠেছে একটা বিষয়, ওয়েস্ট ইন্ডিজ তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আত্মবিশ্বাসী খেলোয়াড়দের দিয়ে। অন্যদিকে বাংলাদেশ ক্রমাগত খেলোয়াড় বদলানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধাবাহিকভাবে খেলোয়াড়দের সুযোগ দিতে চায়।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশান থমাস।

বাঁচা-মরার ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হেরে খাদের কিনারায় পৌঁছে গেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। আর সে লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টুয়েন্টিতে টসে জিতেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সাকিব আল হাসানের দলকে আমন্ত্রণ জানিয়েছেন আগে ব্যাটিং করার।

সিলেটে গেল ম্যাচে ব্যাটে-বলে মলিন ছিল বাংলাদেশ। অল্প রানে গুটিয়ে যাওয়ার পর স্বাগতিকদের বোলিংও ছিল নির্বিষ। ফলে ৮ উইকেটের বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল স্টিভ রোডসের শিষ্যদের। এ ম্যাচে ঘুরে দাঁড়াতে তাই মরিয়া বাংলাদেশ।