• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লুইসকে আউট করলেন সাইফউদ্দিন

  অধিকার ডেস্ক    ১৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৬

মোহাম্মদ সাইফউদ্দিন
পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন; (ছবি : ক্রিকইনফো)

সিলেটে সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৩০ রানের লক্ষ্য ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ।

স্কোর : ওয়েস্ট ইন্ডিজ ৯১/১ (৬ ওভারে)

লুইসকে আউট করলেন সাইফউদ্দিন

ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর পৌঁছায় পঞ্চাশে। মোহাম্মদ সাইফউদ্দিনকে ছয় হাঁকিয়ে দলের স্কোর পঞ্চাশে নিয়ে যান এভিন লুইস। পরের বলে তার উইকেট তুলে নিয়ে বাংলাদেশেকে প্রথম উইকেট সাফল্য এনে দেন এই তরুণ পেস অলরাউন্ডার।

১১ বলে ১৮ রান করে আউট হলেন বাঁহাতি লুইস। ১৩.২ ওভারে দলীয় ৫১ রানে পতন হলো উইন্ডিজের প্রথম উইকেটের।

শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের তাণ্ডব

শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালানো শুরু করলেন শাই হোপ ও এভিন লুইস। সাকিব আল হাসানের প্রথম ওভারে ৭ রান আসার পর মেহেদী হাসান মিরাজের করা দ্বিতীয় ওভারে ৩ ছয় হাঁকান হোপ। সবমিলিয়ে এই ওভারে আসে ২৩ রান।

৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ৪৫ রান। উইকেটে আছেন হোপ ২৯ ও লুইস ১২ রানে।

১২৯ রানেই শেষ বাংলাদেশ

পুরো ২০ ওভারও খেলতে পারল না বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ বল বাকি থাকতেই তারা অলআউট হলো অল্প রানে। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের দাপটের মাঝে কেবল লড়াই করলেন সাকিব আল হাসান।

সিলেটে সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১২৯ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ। টাইগার দলনেতা সাকিব ৪৩ বলে করেন ৬১ রান। আর কেউ ছুঁতে পারেনি বিশের কোটা। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছান। হয়নি বড় কোনো জুটিও।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেলডন কটরেল ৪ উইকেট নেন ২৮ রানে। এছাড়া কিমো পল ২ উইকেট পান ২৩ রানের বিনিময়ে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১২৯ (১৯ ওভারে) (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; থমাস ১/৩৩, কটরেল ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।