• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়ে ফিরেই শীর্ষস্থান দখল করল ম্যানসিটি

  অধিকার ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

ম্যানচেস্টার সিটি-গ্যাব্রিয়েল জেসুস
জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা জেসুস; (ছবি : ম্যানচেস্টার সিটি টুইটার)

গেল ম্যাচে চেলসির সঙ্গে টক্কর দিয়ে পেরে ওঠেনি ম্যানচেস্টার সিটি। তারা পেয়েছিল চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম হারের স্বাদ। একইসঙ্গে তারা হারিয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষস্থানও। সেই ধাক্কা কাটিয়ে ফের জয়ে ফিরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এভারটনকে হারিয়ে তারা উঠে গেছে লিগের পয়েন্ট তালিকায় সবার উপরে। তাই বলে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই তাদের। আগামীকাল রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল জিতে গেলে দ্বিতীয় স্থানে নেমে যাবে সিটিজেনরা।

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অতিথি এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এই জয়ে ১৭ ম্যাচে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪। অন্যদিকে সমান ম্যাচে এভারটনের অর্জন ২৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার সপ্তম স্থানে তারা। এক ম্যাচ কম খেলা জুর্গেন ক্লপের লিভারপুলের পয়েন্ট ৪২।

যথারীতি ম্যাচের অধিকাংশ সময় বল পায়ে রেখে দাপট দেখিয়েছে ম্যানসিটি। এভারটনের রক্ষণে চাপ বজায় রেখে ম্যাচের ২২তম মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পাঁচ মিনিট পর দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুটি গোলেরই কারিগর দুর্দান্ত ফর্মে থাকা জার্মান উইঙ্গার লেরয় সানে।

ম্যাচের ৬৫তম মিনিটে ডমিনিক কালভার্ট-লুইন এভারটনের পক্ষে এক গোল শোধ করেন। তাদের সমতায় ফেরার চেষ্টায় পানি ঢালেন রহিম স্টার্লিং। চার মিনিট পরই ফার্নান্দিনহোর পাসে ম্যানসিটির পক্ষে স্কোরলাইন ৩-১ করেন এই ইংলিশ তারকা। এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন দলটির অন্যতম সেরা তারকা কেভিন ডে ব্রুইন। ম্যাচের ৭৫তম মিনিটে বদলি হিসেবে নামেন তিনি।