• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ-উইন্ডিজ প্রথম ওয়ানডে

  অধিকার ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা; (ছবি : আইসিসি টুইটার)

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের দাপটে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি ক্যারিবিয়ানরা। জবাবে ৮৯ বল হাতে রেখে ৫ উইকেটে ১৯৬ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের দশম জয়। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের পর তৃতীয় কোনো দলের বিপক্ষে দুই অঙ্ক ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের জয়ের সংখ্যা। আর সেটা এসেছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ২০০তম ওয়ানডে ম্যাচে।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করা মাশরাফি দিনটাকে স্মরণীয় করে রাখেন ম্যাচ সেরার পুরস্কার দিয়ে। ১০ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে উইন্ডিজের ৩ উইকেট নেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :

টস : ওয়েস্ট ইন্ডিজ (ব্যাটিং)

ওয়েস্ট ইন্ডিজ : ১৯৫/৯ (৫০ ওভারে) (পাওয়েল ১০, হোপ ৪৩, ব্রাভো ১৯, স্যামুয়েলস ২৫, হেটমেয়ার ৬, পাওয়েল ১৪, চেজ ৩২ , পল ৩৬, রোচ ৫*, বিশু ০, থমাস ০*; মিরাজ ১/৩০, সাকিব ১/৩৬, মুস্তাফিজ ৩/৩৫, মাশরাফি ৩/৩০, রুবেল ১/৬১)।

বাংলাদেশ : ১৯৬/৫ (৩৫.১ ওভারে) (তামিম ১২, লিটন ৪১, ইমরুল ৪, মুশফিক ৫৫*, সাকিব ৩০, সৌম্য ১৯, মাহমুদউল্লাহ ১৪*; রোচ ০/৩৫, চেজ ২/৪৭, থমাস ১/৩৪, পল ১/৩৭, বিশু ০/৩০, রভম্যান পাওয়েল ১/৭)।

ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : মাশরাফি বিন মর্তুজা।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।