• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০০তম ম্যাচের চেয়েও জয় গুরুত্বপূর্ণ : মাশরাফি

  অধিকার ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৫৯

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজাচ (ছবি : ক্রিকইনফো)

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। তবে মাইলফলক-রেকর্ড নিয়ে বরাবরই উদাসীন মাশরাফি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল রবিবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচ শুরু দুপুর ১টায়। তার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি ফের জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ দলীয় সাফল্য।

মাশরাফি বলেছেন, 'আসলে আমার খেয়াল ছিল না। আমি আগেও বলেছি এসব আমাকে স্পর্শ করে না। আমার কাছে এসব গুরুত্বপূর্ণও না। কালকের ম্যাচ (রবিবার) জেতাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।'

তিনি যোগ করেছেন, 'তবে এটা ভেবে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে ২০০তম ম্যাচ খেলতে পারছি। এক সময় এটা মনে পড়লে ভালো লাগবে। আর হ্যাঁ, এটা অবশ্যই একটা বিশাল অর্জন।'

মাশরাফি আরও জানিয়েছেন, 'এ বছরে আমাদের জয়ের অনুপাত ভালো ছিল। দুটি ফাইনাল বাদ দিলে। এছাড়া আমার মনে হয় এ বছরে এখন পর্যন্ত আমাদের রেটিং খুব ভালো আছে। আর অবশ্যই বছরটা ভালোভাবে শেষ করতে পারলে দারুণ হবে। কেননা সামনের বছরের শুরু থেকেই অনেক চ্যালেঞ্জ আছে। তাই শেষটা ভালো করতে পারলে এ বছরটা খুব ভালো যাবে।'