• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এই দলের বেশিরভাগ সদস্য বিশ্বকাপে যাবে : মাশরাফি

  অধিকার ডেস্ক    ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল; (ছবি : টাইগার ক্রিকেট)

১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড। সেখানে ওপেনার চারজন। তামিম ইকবালের সঙ্গী হতে লড়তে হচ্ছে লিটন দাস, ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। তিন জনই আবার আছেন রানের মধ্যে। স্কোয়াডে চার ফাস্ট বোলারের সঙ্গে দুজন আবার পেস অলরাউন্ডার। এর মধ্যে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে রুবেল হোসেনের পরিবর্তে সুযোগ পেয়ে আলো কেড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। কাকে রেখে একাদশে কাকে খেলাবে বাংলাদেশ!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল রবিবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচ শুরু দুপুর ১টায়। তার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, একাদশ নির্বাচন নিয়ে নিজেদের মধুর সমস্যার কথা। একইসঙ্গে ১৬ সদস্যের 'বড়' স্কোয়াড ঘোষণার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

'সাধারণত ঘরের মাঠে সিরিজে ১৪ বা সর্বোচ্চ ১৫ জন ক্রিকেটার রাখা হয়। সেখানে এবার স্কোয়াডে ১৬ জনকে রাখা হয়েছে। কারণ ভাবা হচ্ছে যে, এই দলের বেশিরভাগ সদস্য বিশ্বকাপে (২০১৯ ওয়ানডে বিশ্বকাপ) যাবে। আর তাদেরই যাওয়ার সুযোগ বেশি। সে কারণে তাদের দলে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে যেন খেলোয়াড়দের আত্মবিশ্বাস না কমে।'

'আসলে (বিশ্বকাপকে সামনে রেখে) এই ফরম্যাটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা সাম্প্রতিক সময়ে ভালো করেছে বা ভালো করছে তাদের রাখা হচ্ছে দলে। আর এটা একটা ভালো ধরনের সমস্যা যে, টপ অর্ডারের সবাই রান পাচ্ছে। যেটা আমরা অনেক দিন ধরে চাচ্ছিলাম। তবে দিন শেষে আপনাকে একটা সিদ্ধান্তে যেতে হবে।......কথা-বার্তা অনেক চলবে। অনেককে নিয়েই চিন্তা-ভাবনা আছে। কোচ ও নির্বাচকরা আছেন। তারা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন।'

'রুবেল একজন অসাধারণ বোলার। এশিয়া কাপে সে সবার চেয়ে সেরা ছিল। আমাদের তাই খেয়াল রাখতে হবে, সে যেন কোনোভাবেই সেরা জায়গা থেকে পিছিয়ে না যায়। আর সাইফউদ্দিন মাত্র শুরু করেছে। তাই তাকেও সঠিকভাবে পথ দেখিয়ে নিয়ে যেতে হবে। এসব চিন্তা করেই ১৬ সদস্যের স্কোয়াড।'