• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬ রানে নেই ৩ উইকেট, গুটিয়ে যাওয়ার পথে উইন্ডিজ

  অধিকার ডেস্ক    ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৯

মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ; (ছবি : ক্রিকইনফো)

ঢাকা টেস্টের তৃতীয় দিনে রবিবার প্রথম ইনিংসে ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোর : ৯৫/৮ (৩৩ ওভারে)

ফের মিরাজের স্পিন ছোবল

নিজের টানা তিন ওভারে ৩ উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। তার ষষ্ঠ শিকার ওয়েস্ট ইন্ডিজের লেজের দিকের ব্যাটসম্যান কেমার রোচ। মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি। তার সংগ্রহ ১ রান।

শিমরন হেটমায়ার-শেন ডাওরিচের পঞ্চম উইকেট জুটির পর ৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দলীয় ৯২ রানে অষ্টম উইকেটের পতন ঘটে তাদের।

এই প্রতিবেদন লেখার সময় ৩৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ৯৫ রান। উইকেটে আছেন ডাওরিচ ২৮ ও মাত্রই নামা জোমেল ওয়ারিকান ০ রানে।

মিরাজের পঞ্চম শিকার বিশু

ফের টেস্ট ক্রিকেটে ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ বারের মতো ৫ উইকেট নিলেন তিনি। তার করা ইনিংসের ৩০তম ওভারের চতুর্থ বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দেবেন্দ্র বিশু।

দলীয় ৮৮ রানে পতন হয় ওয়েস্ট ইন্ডিজের সপ্তম উইকেটের। বিশুর ব্যাট থেকে আসে ১ রান।

এই প্রতিবেদন লেখার সময় ৩০ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৭ উইকেটে ৮৮ রান। উইকেটে আছেন শেন ডাওরিচ ২২ ও মাত্রই নামা কেমার রোচ ০ রানে।

সকাল সকাল ফিরলেন হেটমায়ার

২৭তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশের ক্রিকেটারদের জোরালো আবেদন সত্ত্বেও শিমরন হেটমায়ারের বিপক্ষে এলবিডাব্লিউয়ের সিদ্ধান্ত দেননি আম্পায়ার। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও নেননি রিভিউ। কিন্তু টেলিভিশন রিপ্লেতে হক-আই দেখায়, বল আঘাত করতো স্ট্যাম্পে। বাংলাদেশ রিভিউ নিলে আউট হতেন হেটমায়ার।

তবে ভাগ্যটা খুব বেশি সহায়তা দেয়নি হেটমায়ারকে। বাংলাদেশকেও পুড়তে হয়নি আক্ষেপে। ওভারের পরের বলেই মিরাজের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫৩ বলে তার সংগ্রহ ৩৯ রান।

দলীয় ৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখার সময় ২৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৮৭ রান। উইকেটে আছেন শেন ডাওরিচ ২১ ও দেবেন্দ্র বিশু ১ রানে।

তৃতীয় দিনে প্রতিরোধ লড়াই শুরু ওয়েস্ট ইন্ডিজের

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরু করেছে তাদের প্রতিরোধ লড়াই।

ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ। আগের দিনে মাহমুদউল্লাহর ক্যারিয়ার সেরা সেঞ্চুরির কল্যাণে টাইগারদের প্রথম ইনিংস থামে ৫০৮ রানের পাহাড়ে। জবাব দিতে নেমে শেষ সেশনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন ছোবলে দিশেহারা পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৯ রানে ৫ উইকেট হারায় তারা।

এরপর ক্যারিবিয়ানদের ইনিংসের হাল ধরেন শিমরন হেটমায়ার ও শেন ডাওরিচ। দ্বিতীয় দিন শেষে তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ছিল ৪৬ রান। তাতে ওয়েস্ট ইন্ডিজের দলীয় সংগ্রহ ছিল ২৪ ওভারে ৫ উইকেটে ৭৫ রান। হেটমায়ার ৩২ ও ডাওরিচ ১৭ রানে উইকেটে ছিলেন। বাংলাদেশের দুই স্পিন জাদুকর মিরাজ ৩৬ রানে ৩ ও সাকিব ১৫ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৫০৮

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৭৫/৫ (২৪ ওভারে) (ব্র্যাথওয়েট ০, পাওয়েল ৪, হোপ ১০, আমব্রিস ৭, চেজ ০, হেটমায়ার ৩২*, ডাওরিচ ১৭*; সাকিব ৯-৩-১৫-২, মিরাজ ১০-১-৩৬-৩, নাঈম ৩-০-৯-০, তাইজুল ১-০-১০-০, মাহমুদউল্লাহ ১-১-০-০)।