• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিব-মাহমুদউল্লাহ শতরানের জুটি

  অধিকার ডেস্ক    ০১ ডিসেম্বর ২০১৮, ১০:০৩

ছবি: ইন্টারনেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোর : ৩০১/৫ (৯৭ ওভার) (সাকিব আল হাসান ৮০*, মাহমুদউল্লাহ ৪৭* )।

সাকিব-মাহমুদউল্লাহ শতরানের জুটি

দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে এই দুই ব্যাটসম্যানের ব্যাটে এরই মধ্যে ১০০ রানের জুটি পার করেছে বাংলাদেশ।

তারা দুই জন ধীরে ধীরে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

রিভিও নিয়ে বাঁচলেন মাহমুদউল্লাহ

ইনিংসের ৯৫তম ওভারে কেমার রোচের তৃতীয় বলে এলবিডব্লিওতে আবেদন করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আম্পায়ার কল ছিল নট আউট। রিভিওতে রক্ষা হতো মাহমুদউল্লাহর।

যদিও রোচের বলটিতে হালকা ব্যথাও পেয়েছিলেন মাহমুদউল্লাহ। হালকা বাউন্সে থাকা বলটি টার্ন করে বাঁ পায়ে লাগে। তবে ব্যথা বেশি না হওয়াতে সাকিব আল হাসানের সঙ্গে দলে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বড় সংগ্রহের লক্ষ্য বাংলাদেশের

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে সকাল সাড়ে নয়টায়। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ২৫৯/৫। অধিনায়ক সাকিব ৫৫ ও সহঅধিনায়ক মাহমুদউল্লাহ ৩১ রানে দ্বিতীয় দিনে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৯/৫ (সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিথুন ২৯, সাকিব ৫৫*, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ৩১*; বিশু ২/৬৯, রোচ ১/৩৮, লুইস ১/৩৫, চেজ ১/৬১)।