• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা টেস্টে বাদ ইমরুল, নতুন মুখ সাদমান

  অধিকার ডেস্ক    ২৭ নভেম্বর ২০১৮, ১৪:৩৭

ইমরুল কায়েস
ইমরুল কায়েস; (ছবি: ইন্টারনেট)

চট্টগ্রামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ঢাকায় সিরিজ জয়ের স্বপ্ন জন্য আত্মবিশ্বাসী বাংলাদেশ। ৩০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের আগে মঙ্গলবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস। তার জায়গায় যোগ করা হয়েছে সাদমান ইসলামকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এই দল ঘোষণা করেছে ই-মেইল বার্তায়।

মূলত চট্টগ্রাম টেস্টে চোট পেয়েছিলেন বাঁহাতি ওপেনার ইমরুল। তাই তাকে বিশ্রামে রেখেছেন নির্বাচকরা। অপর দিকে এখনও সুস্থ না হওয়াতে দলে নেই ওপেনার তামিম ইকবাল।

চট্টগ্রামের নতুন করে টেস্টে দলে ডাক পাওয়া সাদমান ইসলামের ওপর আস্থা রাখছে নির্বাচকরা। সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকায় অভিষেক হতে পারে ঢাকার ছেলে সাদমানের। ওপেনিংয়ে দেখা যাবে নতুন জুটি সৌম্য ও সাদমানকে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।