• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হঠাৎ বাংলাদেশ সিরিজে উইন্ডিজের কোচ পোথাস

  অধিকার ডেস্ক    ২০ নভেম্বর ২০১৮, ১৪:৫৭

নিক পোথাস
নিক পোথাস; (ছবি: ইন্টারনেট)

দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশে পা রেখেছে হেড কোচ ছাড়াই। তবে তাদের জন্য সুখর যে, সিরিজের আনুষ্ঠানিক শুরুর আগেই কোচ নিয়োগ দিয়েছে ক্যারিবিয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাসকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

এই বছরের শুরুতে কিরিবিয়দের ফিল্ডিং কোচের দায়িত্ব পান পোথাস। ফুল-টাইম কোচ পাওয়ার আগ পর্যন্ত আপাতত তাকেই প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বোর্ড।

কোচ হিসেবে দায়িত্ব পেয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক বলেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য (বাংলাদেশ সিরিজ) ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচের প্রস্তাব পাওয়াটা ছিল খুবই সম্মানের। বাংলাদেশ সিরিজটা খুবই কঠিন চ্যালেঞ্জ, আমরা যেটাকে অতিক্রম করতে চাই।’

আগামী ২২ নভেম্বর টেস্ট সিরিজের মধ্যদিয়ে শুরু হবে দুদলের লড়াই। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর এবং তিন ম্যাচের প্রথম টি-টুয়েন্টিতে দুদল মুখোমুখি হবে ১৭ ডিসেম্বর।