• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রাম টেস্টে ডাক পেলেন সাদমান

  অধিকার ডেস্ক    ১৯ নভেম্বর ২০১৮, ২২:১৬

ক্রিকেটার সাদমান ইসলাম
তরুণ ক্রিকেটার সাদমান ইসলাম অনিক; (ছবি : সংগৃহীত)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ কাজে লাগিয়ে টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছেন সাদমান ইসলাম অনিক। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন এই তরুণ ক্রিকেটার।

এর আগে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আগেই জানিয়ে রেখেছিলেন প্রস্তুতি ম্যাচে কেউ ভালো করলে জায়গা পেতে পারেন মূল দলে। সেই সুবাদেই এবার যুক্ত হয়েছেন সাদমান। প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রানের অসাধারণ এক ইনিংস খেলার পুরস্কারই পেয়েছেন এই ওপেনার।

সর্বশেষ জাতীয় লিগে তারকাদের টপকে জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন এই ওপেনার। ঢাকা মেট্রোর হয়ে টুর্নামেন্টে ৬ রাউন্ডে ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬৪.৮০ গড়ে ৬৪৮ রান সংগ্রহ করেছিলেন তিনি। খেলছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস।

এর মধ্যদিয়ে প্রথম টেস্টে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে অভিষেকের অপেক্ষায় থাকলেন সাদমান। সাদমান দলে অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিযোগিতা বাড়ল ওপেনারদেরও। স্কোয়াডে আগে থেকেই আছেন দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস।

২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।