• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টাইগারদের ওয়ানডে পরিসংখ্যান

  অধিকার ডেস্ক    ২৪ অক্টোবর ২০১৮, ১২:০৯

বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল
বাংলাদেশ দল; (ছবি : আইসিসি টুইটার)

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের বাকী দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে ২৬ অক্টোবর। এই ভেন্যুতে ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের।

এখন পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছয়টি ওয়াডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে ৫টি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে ও একটি ম্যাচ হয় পরিত্যক্ত।

চট্টগ্রামের এই মাঠে ২০০৯ সালে ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে প্রথম মুখোমুখি হয় জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের ওই চতুর্থ ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জয় পায় তামিম-মুশরিকরা। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও এই ভেন্যুতে মুখোমুখি হয় দু’দল। ঐ ম্যাচটি মাত্র ১ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। ফলে সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

জিম্বাবুয়ে দল

২০০৯ সালের পর ২০১০ সালে আবারো বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল জিম্বাবুয়ে। ওই সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। আবহাওয়ার চতুর্থ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ৬ উইকেটে জিতে বাংলাদেশ। পাঁচ ম্যাচের ঐ সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে টাইগাররা।

২০১৪ সালে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলে জিম্বাবুয়ে। দু’টি ম্যাচই হারে সফরকারীরা। সিরিজের প্রথম ওয়ানডে ৮৭ রানে ও দ্বিতীয় ম্যাচটি ৬৮ রানে জিতে নেয় বাংলাদেশ।

জিম্বাবুয়ের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দলীয় রেকর্ডও বেশ ভালো বাংলাদেশের। এখন অবধি ১৯ ম্যাচে অংশ নিয়ে ১০টিতে জয় ও ৭টি ম্যাচ হেরেছে টাইগাররা। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম

এই ভেন্যুতে সর্বশেষ ২০১৬ সালের অক্টোবরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচে ৪ উইকেটে হার মানে টাইগাররা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ দলের উল্লেখযোগ্য কিছু রেকর্ড :

ম্যাচ : ১৯টি, নিষ্পত্তি- ১৭টি, সবগুলো ম্যাচই খেলেছে- বাংলাদেশ, সবচেয়ে বেশি জয়- বাংলাদেশ (১০টি)।

সর্বোচ্চ দলীয় সংগ্রহ : শ্রীলঙ্কা- ৩০৯/৭, ৫০ ওভার, প্রতিপক্ষ- বাংলাদেশ, সাল- ২০০৬।

সর্বনিম্ন দলীয় সংগ্রহ : জিম্বাবুয়ে- ৪৪/১০, ২৪.৫ ওভার, প্রতিপক্ষ- বাংলাদেশ, সাল- ২০০৯।

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে)- ১১৮*, প্রতিপক্ষ- বাংলাদেশ, সাল- ২০০৯।

সবচেয়ে বেশি রান : তামিম ইকবাল (বাংলাদেশ)- ১৪ ম্যাচে ৪৯৭ রান।

সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান (বাংলাদেশ)- ১৫ ম্যাচে ৪৮৪ রানে ৩০ উইকেট।

সেরা জুটি : তামিম ইকবাল-আনামুল হক (বাংলাদেশ)- ১৫৮ রান, প্রতিপক্ষ- জিম্বাবুয়ে, সাল- ২০১৪।