• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোনালদোর জয়ের রাতে রিয়ালের হার

  অধিকার ডেস্ক    ০৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৫

খারাপ সময় পিছু ছাড়ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। ঘরোয়া লিগে শনিবার আলাভেসের বিপক্ষে হেরেছে স্পেনের সফলতম দলটিকে। ২০০০ সালের পর প্রথমবারের মত রিয়ালের বিপক্ষে জিতল আলাভেস। অন্যদিকে, রিয়ালের হারের রাতে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস। রিয়াল ছেড়ে রোনালদোর জুভেন্তাসে যোগ দেওয়ার পর রিয়ালের খেলোয়াড়রা যেনও গোল করতে ভুলেই গেছেন। সব ধরনের প্রতিযোগিতায় মিলিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য থাকল রিয়াল।

শনিবারের ম্যাচটি ১-০ গোলে জিতে আলাভেস। ম্যাচের শেষ সময়ে জয়সূচক গোলটি করেন মানু গার্সিয়া। পুরো ম্যাচে রিয়াল ভালো খেললেও জয়ের দেখা পায়নি। উজ্জীবিত আক্রমণ ভাগ কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকদের রক্ষণকে। ২০০১ সালের পর এই প্রথম আলাভাসের জালে বল পাঠাতে ব্যর্থ হল রিয়াল।

৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আলাভেস। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে।

অপরদিকে, ইতালির শীর্ষ ক্লাব জুভেন্তাস জয়ের ধারা বজায় রেখেছে। রিয়ালের সেরা তারকা রোনালদোকে জুলাইয়ে নিজেদের ক্লাবে যোগ করেন জুভরা। রোনালদোর আগমনের পর শক্তিশালী জুভেন্তাস এখন আরও শক্তিশালী। শনিবার রাতে ইতালিয়ান লিগে উদিনেজেকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে জুভেন্তাস। রদ্রিগো বেন্তানকুর ও রোনালদোর গোলে ঘরোয়া লিগে সহজ এই জয় পায় জুভরা।

আট ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ২৪। এক ম্যাচ কম খেলা নাপোলি ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।