• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অভিষেকেই জার্মানিকে আটকে দিলেন ফ্রান্সের আরেওলা

  স্পোর্টস ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯
আরেওলা
অভিষেকেই জার্মানিকে আটকে দিলেন ফ্রান্সের আরেওলা

অধিনায়ক গোলরক্ষক হুগো লরিসের চোটের কারণে ফ্রান্সের জার্সিতে অভিষেক হলো আলফোনসে আরেওলার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে প্রথমবার মাঠে নেমেই নিজের অাগমনের জানান দিলেন তিনি। তার কল্যাণে জার্মানির মুহুর্মুহু অাক্রমণ সামলে ড্র নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স।

বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের অভিষেক অাসরের প্রথম দিনে 'এ' লিগে গ্রুপ-১ এ নিজেদের প্রথম ম্যাচটি গোলশূন্যভাবে শেষ করল জার্মানি ও ফ্রান্স। ঘরের মাঠে জোয়াকিম লো'র শিষ্যরা পুরো ম্যাচে দাপট দেখালেও ফরাসি গোলরক্ষক অারেওলা দেয়াল হয়ে দাঁড়ান তাদের সামনে।

অালিয়াঞ্জ অ্যারেনায় টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখায় স্বাগতিক জার্মানি। একবার তো ফাঁকায় বল পেয়ে যান দলটির ডিফেন্ডার ম্যাটস হামেলস। কিন্তু তার শট জালের ঠিকানা খুঁজে পায়নি।

এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে অতিথি পাকিস্তা বিরতির ঠিক অাগে অাগে ফ্রান্সের দুই স্ট্রাইকার অলিভিয়ের জিরু ও কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন।

দ্বিতীয়ার্ধে মুলার-রয়িস-ক্রুসরা বল দখলে এগিয়ে থাকলেও পাল্টা অাক্রমণে জার্মান গোলপোস্টে ভীতি ছড়ান পগবা-মাতুইদিরা। ৬৪তম মিনিটে অান্তোইন গ্রিজম্যানের দূরপাল্লার শট ঝাঁপিয়ে রক্ষা করেন 'ডাই ম্যানশাফট' গোলরক্ষক মানুয়েল নয়্যার।

ম্যাচের শেষ ২০ মিনিটটা জার্মানদের গল্প। একের পর এক অাক্রমণের বন্যা বইয়ে দেয় তারা। কিন্তু প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) তারকা অারেওলা বুক চিতিয়ে একাই প্রতিহত করেন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রচেষ্টা। তাতে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশামের দল।

বৃহস্পতিবার রাতে 'বি' লিগের গ্রুপ-১ এর ম্যাচে ঘরের মাঠে ইউক্রেনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে চেক প্রজাতন্ত্র। তবে উয়েফা নেশন্স লিগে শুভ সূচনা পেয়েছে ওয়েলস। 'বি' লিগের গ্রুপ-৪ এ অায়ারল্যান্ডকে গ্যারেথ বেলের দল উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে।

‘সি’ লিগের গ্রুপ-৩ এ নরওয়ে ২-০ গোলে সাইপ্রাসকে এবং স্লোভেনিয়াকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে বুলগেরিয়া।

এছাড়া ‘ডি’ লিগের গ্রুপ-১ এ কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়েছে জর্জিয়া। গ্রুপের অন্য খেলায় লাটভিয়াকে রুখে দিয়েছে অ্যান্ডোরা। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচটি। একই লিগে গ্রুপ-৪ এ লিচটেনস্টইনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে অার্মেনিয়া।