• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জুভেন্তাসকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাবে রোনালদো : মেসি

  অধিকার ডেস্ক    ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১২

রোনালদো , লিওনেল মেসি , রিয়াল, জুভেন্তাস
ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অন্যতম ফেভারিট দল জুভেন্তাস। রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্তাসে যোগ দেওয়াতে এই শিরোপা জয়ের পথ আরও পরিস্কার হয়েছে এমনটি মনে করেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ে জুবদের 'পরিস্কার ফেভারিট' হিসেবেও দেখেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টেনে রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেন রোনালদো। ১১২ মিলিয়ন ইউরোতে তুরিনের ক্লাবটি দলে ভেড়ায় তাকে। অনেকেই মনে করেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্যই রোনালদোকে দলে নিয়েছে ইতালির এই ক্লাব।

কাতালোনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'রোনালদোর আগমনে জুভেন্তাস আরও শক্তিশালী দলে পরিণত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততেও এখন হট ফেভারিট তারা।'

গোলমেশিন রোনালদো রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন। এছাড়াও রিয়ালের ক্লাব ইতিহাসে এখন পর্যন্ত সর্বকালের সেরা গোলদাতা রোনালদো। রিয়ালে থাকাকালীন চারবার ফিফা বর্ষ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

২০ বছর যাবত চ্যাম্পিয়নস লিগ জয়ের অপেক্ষাটা এখনও রয়েছে জুভেন্তাসের। তুরিনের ওল্ড লেডিদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রোনালদো কি পারবেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে?

সূত্র : স্কাই স্পোর্টস