• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাশে থাকতে মিডিয়া এবং দর্শকের প্রতি ডোমিঙ্গোর আহ্বান

  ক্রীড়া প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪০
জাতীয় ক্রিকেট দলের কোচ ডোমিঙ্গো
জাতীয় ক্রিকেট দলের কোচ ডোমিঙ্গো (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টটি শুরু হবে আগামীকাল। শনিবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। এই ম্যাচের আগে মিডিয়া এবং দর্শকদের সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশের মতো অনভিজ্ঞ এই টেস্ট দলটির প্রতি ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান প্রোটিয়া কোচ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘বিশ্বের অন্যান্য পেসারদের অনেক টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ডের স্ট্রুয়ার্ট ব্রড ১৪০ টেস্ট খেলেছে। দক্ষিণ আফ্রিকায় কাগিসো রাবাদা ৫০ টেস্ট খেলেছে, ভার্নন ফিল্যান্ডার ৭০ ম্যাচ খেলেছে। মিচেল স্টার্ক খেলেছে ৬০টি। সবমিলিয়ে আমাদের দলটি বেশ অনভিজ্ঞ। মিডিয়াকে ক্রিকেটারদের প্রতি ধৈর্যশীল হতে হবে। তাদের সুযোগ দিতে হবে। বিশ্বের সবচাইতে অনভিজ্ঞ দল এটা। এক দিনের প্রস্তুতিতে ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে প্রতিযোগিতা করাটা অনেক কঠিন। তাই ছেলেদের প্রতি ধৈর্য রাখতে হবে। এখানে দর্শক এবং মিডিয়ার সমর্থন অনেক জরুরি।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। একই সঙ্গে মিডিয়ার সম্পৃক্ততা অবিশ্বাস্য। দল প্রত্যাশা মোতাবেক খেলতে পারছে না। তবে মানুষকে বুঝতে হবে আমাদের দলটি অনেক তরুণ। বর্তমান টেস্ট দলটিকে দেখুন। শান্ত ৩টি টেস্ট খেলেছে, সাইফ দ্বিতীয় টেস্ট খেলতে নামছে। রাহীকে দেখতে ৪০ এর মতো মনে হলেও সে মাত্র ৭টি টেস্ট খেলেছে। এটি খুবই অনভিজ্ঞ একটা টেস্ট দল।’

সংবাদ সম্মেলনে টাইগার কোচ দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও কথা বলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তাকে বাদ দেওয়া হয়েছে; এতে ধারণা করা হচ্ছে রিয়াদের টেস্ট ক্যারিয়ার শেষ! তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে টেস্টে ফিরতে হলে নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে!

ডোমিঙ্গোর ভাষায়, ‘টেস্ট দলে জায়গা পেতে হলে তাকে (মাহমুদউল্লাহ) আবার সেভাবেই পারফর্ম করে ফিরতে হবে। আমি কেউ নই যে কোনো খেলোয়াড়কে বলব তোমার খেলা বন্ধ করা উচিত। বিশেষ করে দীর্ঘসময় ধরে যারা খেলছে এবং পারফর্ম করছে এমন কাউকে তো বলা যাবে না। তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কখন সে দেশের হয়ে খেলা শেষ করবে। আমি নিশ্চিতভাবেই তাকে সেই সুযোগটি দেব। ’

আরও পড়ুন : বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যানে কে এগিয়ে?

আলোচনায় কোচ মাহমুদউল্লাহকে শুধু সাদা বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। কোচ বলেন, ‘এ মুহূর্তে সে দলের বাইরে। তবে সত্যি বলতে আমি তাকে লাল বলের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে বলেছি। সে আমাদের দলের সাদা বলের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। আমাদের মূল খেলোয়াড়। ’

প্রসঙ্গত, সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এ পর্যন্ত মোট ৮টি সিরিজে মুখোমুখি হয় টাইগাররা। মিরপুরে কালকের ১ ম্যাচের টেস্ট সিরিজটি হতে যাচ্ছে ৯ নম্বর। এরমধ্যে ২টি সিরিজে বাংলাদেশ ও ৪টি জিতেছে জিম্বাবুয়ে। বাকি ২টি সিরিজ ড্র হয়েছে। এই ৮ সিরিজে মোট ১৬টি ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের জয় ৭টি। আর বাংলাদেশের ৬টি। বাকি ৩ টেস্ট ড্র। তবে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা শেষ ৬টি ম্যাচের ৫টিতে জয় পেয়েছে টাইগার বাহিনী।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড