• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডব্লিউএইচও করোনা সতর্কতা পৌঁছে দেবে ফেসবুকের মাধ্যমে

  প্রযুক্তি ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১৬:২১
বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ছবি : সম্পাদিত)

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্ক বার্তা পৌঁছে দিতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সঙ্গে বার্তা পরিষেবা চালু করেছে।

২ বিলিয়ন মানুষের কাছে সহজেই ব্যবহারযোগ্য এই বার্তা পরিষেবাটি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য সরাসরি পৌঁছাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্ষম হবে।

এই বার্তা পরিষেবাটি সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে স্বাস্থ্যকর্মী, পরিবার এবং বন্ধু-বান্ধবের কাছে করোনা ভাইরাস সম্পর্কে সর্বশেষ সংবাদ এবং তথ্য সরবরাহ করবে। এ ভাইরাস থেকে কীভাবে মানুষ নিজেকে ও অন্যকে সুরক্ষা দিতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনা ভাইরাসে ১৯২টি দেশের ৩ লাখ ৪৩ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১৪ হাজার ৯১০ জন মারা গেছে।

আরও পড়ুন : করোনা সচেতনতায় শর্টকোড ১০৬৫৫

উল্লেখ্য, করোনা ভাইরাসকে গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি বলে ঘোষণা করে।

ওডি/এওয়াইআর