• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাইক্রোসফটের সকল স্টোর বন্ধ

  প্রযুক্তি ডেস্ক

১৯ মার্চ ২০২০, ১৪:০৭
মাইক্রোসফট
মাইক্রোসফট (ছবি : ইন্টারনেট)

করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোধে মাইক্রোসফট নিজেদের সকল খুচরা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইমেইলে লেখা হয়েছে, ‘কর্মী ও ক্রেতাদের স্বাস্থ্য ও সুরক্ষার ব্যাপারে সহায়তা করতে মাইক্রোসফটের সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ নজিরবিহীন সময়ে আমরা একমাত্র ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়েই আপনাদের সর্বোচ্চ সেবাটি দিতে পারি।’

খুচরা দোকান বন্ধ রাখলেও কর্মীদের বেতন-ভাতা বন্ধ রাখছে না মাইক্রোসফট। যে কর্মী যত ঘণ্টা কাজের জন্য বেতন পেতেন, তিনি তত ঘণ্টা কাজের জন্যই বেতন পাবেন। মাইক্রোসফট অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো দোকান বা কার্যালয় বন্ধ রাখার সময়সীমা বেঁধে দেয়নি।

আরও পড়ুন : এডিট বাটন যুক্ত হচ্ছে টুইটারে

মাইক্রোসফট, ফেসবুক, গুগল, লিংকডইন, রেডিট, টুইটারসহ ইউটিউব করোনা ভাইরাস লড়াইয়ে জোটবদ্ধভাবে মাঠে নেমেছে। মাইক্রোসফট প্রকাশিত সমন্বিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে,সবাই মিলে কমিউনিটিকে ‘সুস্থ ও নিরাপদ’ করে রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ওডি/এওয়াইআর