• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাউল শফি মণ্ডলের কণ্ঠে রাজুব ভৌমিকের গান

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

২৩ জুন ২০২৩, ১৫:৪৮
বাউল শফি মণ্ডলের কণ্ঠে রাজুব ভৌমিকের গান
রাজুব ভৌমিক ও বাউল শফি মণ্ডল (ফাইল ছবি)

বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল সম্প্রতি কবি রাজুব ভৌমিকের লেখা ‘মন মরণের দোলাচলে’ গানটির রেকর্ডিং কাজ শেষ করেছেন। জীবনের নানা সংগ্রাম নিয়ে লেখা এটি একটি ভিন্নধর্মী বাউল গান।

মিরর এক্সক্লুসিভের ব্যানারে নির্মিত এই গানে সুর করেছেন পীর তানিম আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিয়োর শুটিং শেষে বাউল শফি মণ্ডল বলেন, অনেকদিন পর একটি সুন্দর গান গেয়েছি। একজন ডক্টর, একজন পীর এবং একজন ফকিরের সম্মিলিত প্রচেষ্টার এই গান। আশা করি আপনারা সবাই গানটি শুনবেন ও দেখবেন।

গানটি নিয়ে রাজুব ভৌমিক বলেন, সাধারণত বাউল গান মানে আমাদের দেহের মধ্যে ঈশ্বরকে পাওয়ার তীব্র ব্যাকুলতাকেই বোঝায়। তবে এই গানের মাধ্যমে জীবন সংগ্রাম ও হতাশায় ঈশ্বর ভুলে দেহের সমাপ্তিকেই তুলে ধরা হয়েছে। আশা করি গানটি আপনাদের বেশ ভাল লাগবে।

উল্লেখ্য, আজ শুক্রবার ‘মন মরণের দোলাচলে’ শিরোনামে গানটি প্রযোজনা প্রতিষ্ঠান মিরর এক্সক্লুসিভের অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড