• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আসাম ইস্যুতে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার চক্রান্ত চলছে : বিএনপি 

  নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৪
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি
জাতীয় প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন (ছবি : সংগৃহীত)

ভারতের আসাম রাজ্যে চলমান নাগরিকপঞ্জী ইস্যুতে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসাম থেকে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, আসাম থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো বাংলাদেশি কখনো ভারতে যায়নি স্বাধীনতার পরে। এটা নিয়ে গভীর চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশকে আবারও বিপদগ্রস্ত করবার জন্য।'

নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশের বর্তমান পরিস্থিতি এমন বলে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণেই সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারছে না। কারণ তাদের সেই বৈধতা নাই, সাহস নাই।

সরকারের লুটপাটের বিষয় তুলে ধরে ফখরুল বলেন, ‘আপনারা দেখছেন কিভাবে লুট করছে। কিভাবে দুর্নীতি করছে। আজকে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। দুর্নীতির টাকা দিয়ে তারা দেশে বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে তুলছে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদেরকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলটির মহাসচিব বলেন, ‘এই সরকার জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকতেই অন্যায়ভাবে দেশনেত্রীকে আটক করে রেখেছে। কারণ তারা জানে খালেদা জিয়া বাইরে থাকলে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবেন।’

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি করে তিনি বলেন, ‘তিনি অত্যন্ত অসুস্থ। তার ডায়াবেটিস বেড়ে গেছে, গায়ের ব্যথা বেড়ে গেছে, তিনি কারও সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। কিন্তু এই সরকার, তার কর্মকর্তারা এবং ডাক্তাররা বলছেন তিনি নাকি সুস্থ হয়েছেন। মূলত তিনি একেবারে সুস্থ নন। আমরা তার সুচিকিৎসার জন্য মুক্তি দাবি করছি।'

এ সময় বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সরকারকে পরাজিত করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য সামনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এই সরকারকে পরাজিত করতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড