• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির ছাত্রীকে ধর্ষণ, গভীর রাতে ছাত্রলীগের বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২০, ০৯:৫১
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল (ছবি : সংগৃহীত)

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাবি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে গভীর রাতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় ধর্ষককে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। একই সঙ্গে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে এ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে এ সময় ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই; ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয় সংগঠনটি।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। একজন নারীর ধর্ষণের ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। এই ঘটনায় ধর্ষকের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রলীগ আন্দোলন চালিয়ে যাবে।’

আরও পড়ুন : জরুরি না হলে ইভিএম সংশ্লিষ্টদের ছুটি নয়

এছাড়াও ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ধর্ষককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড