• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৪ দিনের মধ্যে পেঁয়াজের কেজি ৪০ টাকা করার দাবি কাদের সিদ্দিকীর

  সারাদেশ ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১১:৫০
কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। (ফাইল ছবি)

চার থেকে পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের কেজি ৪০ টাকা করতে হবে দাবি করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ৪০ টাকা কেজি পেঁয়াজ চাই। ভারতে পেঁয়াজের দাম ৬ টাকা, সেখানে আমরা ২৫০ টাকা কেজি পেঁয়াজ কিনে খাব এটা মানবো না।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।

১৯৯৯ সালের নভেম্বরের ১৫ তারিখে (বাসাইল-সখীপুর) জাতীয় সংসদ উপ-নির্বাচনে তৎকালীন সরকারের জনগণের ভোটের অধিকার হরণ প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের ৩০ তারিখে জনগণের ভোটের অধিকার হরণের কাছে ১৯৯৯ সালের ১৫ নভেম্বরের ভোটাধিকারের হরণ হেরে গেছে।

উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই লাগে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আমি কিছু বলতে চাই না বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

মো. ছবুর মেম্বারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা (বীরপ্রতীক), যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সহসভাপতি আব্দুল হালিম সরকার লাল, দুলাল হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী, প্রমুখ।

আরও পড়ুন : কাদেরের বিরুদ্ধে বিদিশা-এরিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড