• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিকালে বৈঠক, নতুন নির্দেশনা আসছে তারেকের!

  অধিকার ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ০৮:০৮
তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। (ফাইল ছবি)

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসছেন আজ শনিবার (১৬ নভেম্বর)। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী করণীয় ঠিক করতে এই বৈঠক বসবে।

বিকাল ৪টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বরাবরের মতো এ বৈঠকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে যুক্ত থেকে সভাপতিত্ব করবেন। দেশের চলমান পরিস্থিতি, বিশেষ করে ট্রেন দুর্ঘটনা, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি, সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে দেশে ফেরা নারী শ্রমিক, নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি এসব বিষয়ে সরকারের অদক্ষতা নিয়ে বৈঠকে পর্যালোচনা হবে।

এ ছাড়া চলমান পরিস্থিতিতে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, বিভিন্ন ইউনিট গঠন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অন্যান্য বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে অংশ নেওয়া নেতৃবৃন্দ তাদের মতামত দেবেন। নেতাদের মতামত শুনে এসব বিষয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে তারেক রহমান নতুন নির্দেশনা দেবেন।

উল্লেখ্য, খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর প্রতি শনিবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকত বিএনপি। মাস দুয়েক আগে সিদ্ধান্ত হয়, এখন থেকে ১৫ দিন পর পর বৈঠক হবে। সর্বশেষ ২ নভেম্বর বিএনপির এই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ‘পেঁয়াজ সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রী-এমপিরা জড়িত’

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড