• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহাখালীতে বিআরটিসি বাসের ধাক্কায় শিশু নিহত

  নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর ২০২১, ১৩:৪৭
দুর্ঘটনা
ছবি : প্রতীকী

রাজধানীর মহাখালীতে বিআরটিসি বাসের ধাক্কায় রনি (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রনিকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গসা গ্রামের ভ্যানচালক অলিউল্লাহর ছেলে রনি। পরিবারের সঙ্গে মহাখালীর সাত তলা বস্তিতে থাকত সে। বস্তির একটি মাদরাসার ছাত্র ছিল রনি। দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল সে।

রনির বাবা অলিউল্লাহ জানান, মহাখালী ডিওএইচএস থেকে ভ্যানে করে ইট নিয়ে সাত তলা বস্তিতে যাচ্ছিলেন। রনি পেছন থেকে ভ্যানটি ঠেলছিল। পথে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে উল্টো পথে যাওয়ার সময় বিআরটিসি পরিবহনের একটি দোতলা বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যান উল্টে যায় এবং রাস্তায় ছিটকে পড়ে রনি। ওই বাসের চাকা রনির কোমরের ওপর দিয়ে উঠে যায় তখন।

এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, শুনেছি বিআরটিসি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড