• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ট্রেচ মার্ক দূর করতে কাজে লাগান এ উপায়গুলো

  অধিকার ডেস্ক    ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১২

স্ট্রেচ মার্ক
ছবি : সংগৃহীত

হঠাৎ ওজন বেড়ে গেলে বা কমে গেলে শরীরে যে ডোরাকাটা দাগ দেখা যায় তাকে স্ট্রেচ মার্ক বলে। নারী ও পুরুষ উভয়েরই এ সমস্যা হতে পারে। গর্ভবতী নারীদের পেটে স্ট্রেচ মার্ক হয়ে থাকে। দেহের শারীরিক সৌন্দর্য কমিয়ে দেয় এই দাগগুলো।

কিছু ঘরোয়া উপাদান কাজে লাগিয়ে বিরক্তিকর এই দাগ থেকে মুক্তি পেতে পারেন। চলুন এই উপাদানগুলো ও তার ব্যবহার জেনে নিই-

ডিম-

একটি ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। স্ট্রেচ মার্কের ওপর তা মাখিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার স্ট্রেচের মার্ক থাকা অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। ধীরে ধীরে দাগ হালকা হয়ে যাবে।

আলু-

ত্বকের যেকোনো সমস্যায় দারুণ উপকারী একটি উপাদান হলো আলু। আলু থেতলে রস নিন। স্ট্রেচ মার্কের ওপর এ রস মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ নিয়ম করে এই উপায় কাজে লাগালে স্ট্রেচ মার্কের দাগ উঠে যাবে।

হলুদ ও সরিষার তেল-

হলুদ ও সরিষার তেল একসঙ্গে একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। স্ট্রেচ মার্কের ওপর এ মিশ্রণ লাগিয়ে রাখুন। সপ্তাহে বার তিনেক লাগালে স্ট্রেচ মার্কের দাগ মিলিয়ে যাবে এক সময়।

লেবু ও চিনি-

লেবু স্লাইস করে তার ওপর চিনি ছড়িয়ে দিন। এবার চিনিসহ এ লেবুর টুকরো ঘষুন স্ট্রেচ মার্কের স্থানে। চিনি গলে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে চার দিন এ প্রক্রিয়াটি কাজে লাগালে দূর হবে স্ট্রেচ মার্ক।

এখন থেকে তবে দেহের এই দাগগুলো নিয়ে লজ্জা না পেয়ে এ উপায়গুলো কাজে লাগান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড