• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নভেম্বরের আগেই ইইউ ছাড়ছে যুক্তরাজ্য

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৬
সাজিদ জাবিদ
ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাবিদ। (ছবিসূত্র : রয়টার্স)

যুক্তরাজ্য আগামী ৩১ অক্টোবরেই ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী সাজিদ জাবিদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তিনি। আর তিনি চুক্তির মাধ্যমেই সেটা হবে বলে আশা করেন। খবর ‘রয়টার্সে’র।

এ বিষয়ে সাজিদ জাবিদের মন্তব্য, ‘যুক্তরাজ্য আগামী ৩১ অক্টোবরেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে। আশা করি, সেটা হবে একটা চুক্তির মাধ্যমে। আমরা ইতোমধ্যে চুক্তির ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করেছি।’

ব্রিটিশ অর্থমন্ত্রী আরও বলেন, ‘ইইউ থেকে যুক্তরাজ্যের দ্রুত বেরিয়ে আসা উচিত বলেই মনে করি আমি। সেটা যদি চুক্তির মাধ্যমে সম্ভব হয়, তাহলে সবার জন্যই ভালো। কিন্তু আমরা যে কোনোভাবেই ৩১ অক্টোবরেই ইইউ ছাড়ব।’

আরও পড়ুন :- হংকংয়ে বিক্ষোভ : ফের গণতন্ত্রকামীদের দখলে সড়ক

সবশেষে তিনি যোগ করেন, ‘ইইউ বিষয়ে আমাদের সিদ্ধান্ত বদলাবে না। এটা নিশ্চিত যে নভেম্বরের আগেই সংস্থাটি থেকে বেরিয়ে আসছি আমরা।’

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড