• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের হুঁশিয়ারি: বন্ধুক তাক করা আছে, হামলার জন্যও প্রস্তুত

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২৩, ১৩:৩৪
ফিলিস্তিন

ফিলিস্তিনের উপর আগ্রাসন বন্ধ না করলে ইজরায়েলের উপর হামলা হবে, হুঁশিয়ারি দিল ইরান।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুমকির সুরে জানিয়েছেন, ওই এলাকায় তারা সকলেই তৈরি আছেন। অবিলম্বে ফিলিস্তিন উপর আগ্রাসন বন্ধ করতে হবে ইজরায়েলকে। নইলে পাল্টা হামলার মুখোমুখি হবেন বেঞ্জামিন নেতানিয়াহু।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহ্যায়ান বলেছেন, ‘‘ইহুদি আগ্রাসন বন্ধ না হলে ওই এলাকায় আমাদের সকলের বন্দুক তাক করা আছে।’’

অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববারই হামাসকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন। তার সেনাবাহিনী হামাসের সদস্যদের খোঁজে গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

ইজরায়েলের দীর্ঘ দিনের অভিযোগ, ইরান হামাসকে গোপনে অস্ত্রের জোগান দেয়। ইরানের অস্ত্রেই হামাস শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু যুদ্ধ শুরুর পর গত মঙ্গলবার ইরান সরকার জানিয়েছিল, ইজরায়েলে হামাসের হামলার সঙ্গে তারা কোনও ভাবেই যুক্ত নয়। তবে হামাস যা করেছে, তাতে ইজরায়েলের সামরিক ক্ষতি হয়েছে। হামাসের এই হামলাকে তারা স্বাগত জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড