• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের মদতে যুদ্ধে নামতে প্রস্তুত হিজবুল্লাহ, দাবি ইজরায়েলের

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০২৩, ১৭:০৬
হামাস

হামাসের পক্ষে যুদ্ধ করতে চাইছে ইরানও, এমনটাই দাবি করেছে ইজরায়েল। তাদের অভিযোগ হামাসকে অস্ত্র সরবরাহ করছে ইরান। এভাবে তারা যুদ্ধের দ্বিতীয় ‘মুখ’ খুলতে চাইছে। এ বিষয়ে ইরানের সহযোগিতা করতে তৈরি হিজবুল্লাও।

রোববার ইজরায়েল বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গাজায় অস্ত্র সরবরাহ করছে ইরান। সিরিয়া দিয়ে অস্ত্র পাঠাচ্ছে তারা। ওই এলাকায় যুদ্ধের দ্বিতীয় কেন্দ্র গড়ে তুলতে চাইছে তারা।

ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার গভীর রাতে সিরিয়া থেকে উত্তর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সীমান্ত এলাকায় শোনা গিয়েছে সাইরেনও। তবে ‘দ্য টাইমস অফ ইজরায়েল’ জানিয়েছে এই হামলায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর নেই। ইজরায়েল বাহিনীর পক্ষ থেকেও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

যুদ্ধে যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিজবুল্লাও। তারা শুক্রবারই ঘোষণা করেছে, সঠিক সময় এলে হামাসের সঙ্গে তারাও হাত মেলাবে এবং যুদ্ধ শুরু করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড