• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুদানে কার্যক্রম স্থগিত করল বিশ্ব ব্যাংক

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, ১৫:৪৪
সুদানে কার্যক্রম স্থগিত করল বিশ্ব ব্যাংক
বিশ্ব ব্যাংক (ছবি : রয়টার্স)

উত্তর আফ্রিকার দেশ সুদানে বিতর্কিত সামরিক অভ্যুত্থানের ঘটনায় বুধবার (২৭ অক্টোবর) দেশটিতে কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। অর্থাৎ দেশটির বিভিন্ন কর্মকাণ্ডে আপাতত বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তা পাচ্ছে না দেশটির জান্তা সরকার।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন জানানো হয়, আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নও এদিন সুদানের সদস্যপদ স্থগিত করেছে। সংস্থাটি বলছে, সুদানে নির্বাচন কেন্দ্রিক একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃ প্রতিষ্ঠার আগ পর্যন্ত স্থগিতাদেশটি বহাল থাকবে।

গেল সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই সংকট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায় বুধবার দেশটির সদস্যপদ স্থগিতের ঘোষণা দেয় সংস্থাটি।

সুদানকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। অভ্যুত্থানের পরপরই সুদানে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যদিও সুদানের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের দাবি, গৃহযুদ্ধ এড়াতেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো। মূলত সেই চুক্তির আলোকেই গত দুই বছর যাবত দেশটি পরিচালিত হয়ে আসছিল। গেল সেপ্টেম্বর মাসে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সামরিক সদস্যরা।

আরও পড়ুন : মিয়ানমার আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে : বাইডেন

উল্লেখ্য, ওই ঘটনায় সরকারের সামরিক ও বেসামরিক অংশগুলো বিভক্ত হয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। এর মধ্যেই ২৫ অক্টোবর সোমবার ভোরে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড