• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার টিকা রফতানি করছে কিউবা

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৪
করোনার টিকা রফতানি করছে কিউবা
করোনা ভাইরাস প্রতিরোধী টিকা 'আবদালা' (ছবি : বিবিসি নিউজ)

নিজেদের উদ্ভাবিত তিন ডোজের মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা ‘আবদালা’ রফতানি শুরু করেছে উত্তর আমেরিকার দেশ কিউবা। যার মধ্যে প্রথম চালান এরই মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে পাঠানো হয়েছে। কিউবা থেকে ৫০ লাখ ডোজ টিকা আমদানির জন্য ভিয়েতনাম ইতোমধ্যে চুক্তি করেছে। সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে আবদালা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ভিয়েতনামের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার কিউবার পক্ষ থেকে ভিয়েতনামে আবদালার প্রথম চালান পাঠানোর কথা জানানো হয়। যদিও হ্যানয়ে কত ডোজ টিকা পাঠানো হয়েছে এ ব্যাপারে কিছুই জানায়নি দেশটির কর্তৃপক্ষ। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়, আবদালা টিকা করোনার সংক্রমণ ঠেকাতে ৯২.২৮ শতাংশ কার্যকর।

কমিউনিস্ট শাসিত কিউবার বিজ্ঞানীরা আবদালা, সোবেরানা ২ এবং সোবেরানা প্লাস নামে কোভিড-১৯ প্রতিরোধী মোট তিনটি ভ্যাকসিন তৈরি করেছে। এর মধ্যে দুটি দিয়ে গত মে মাসে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। যদিও কিউবার তৈরি তিনটি টিকার একটিও এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে ব্যবহারের অনুমোদন পায়নি।

শনিবার টুইটারে টিকা রফতানি শুরুর ঘোষণা দেয় রাষ্ট্রায়ত্ত ফার্মাসিউটিক্যাল করপোরেশন বায়োকিউবাফার্মা। চলতি সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কিউবার ৯০ শতাংশের অধিক মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য পূরণের মতো উৎপাদন সক্ষমতা রয়েছে তাদের।

আরও পড়ুন : করোনায় ৪৭ লাখ ৫৬ হাজার মৃত্যু বিশ্বে

এ দিকে বায়োকিউবাফার্মা জানিয়েছে, তিনটি মিলিয়ে বছরে ১০০ মিলিয়ন ডোজ টিকা তৈরি করতে সক্ষম তারা। এসব টিকা মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ কিংবা প্রাণহানির ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমে যায়।

বায়োকিউবাফার্মার ভাইস প্রেসিডেন্ট মায়দা মাউরি বলেছেন, দেশের চাহিদা পূরণ হলে ভেনেজুয়েলা ও ইরানের মতো বিশ্বের আরও কিছু দেশে টিকা রফতানি শুরু করবে কিউবা। আর্জেন্টিনা ও মেক্সিকোর সঙ্গে অনুমোদন পাওয়ার বিষয়ে আলোচনা চলমান। উল্লেখ্য, ইরান এরই মধ্যে সোবেরানা-২ ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে।

আরও পড়ুন : বিকালে ভারতীয় উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘গুলাব’

ক্যারিবীয় অঞ্চলের এক কোটি দশ লাখ মানুষের দেশটি প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডবের শুরুতেই রাশিয়া কিংবা এশিয়ার পরাশক্তি চীন থেকে টিকা আমদানি না করার সিদ্ধান্ত নেয়। এমনকি জাতিসংঘের কোভ্যাক্স উদ্যোগের সহায়তা না গ্রহণেরও সিদ্ধান্ত নেয় তারা।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড