• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা টিকার তীব্র সংকট আফ্রিকায়

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৩
করোনা টিকার তীব্র সংকট আফ্রিকায়
সীমান্তে যুদ্ধরত সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

বিশ্বজুড়ে গেল দুই মাসের মধ্যে গত সপ্তাহে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রথমবারের মতো নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যদিও এখনো ব্যতিক্রম শুধু আফ্রিকা। সেখানে সংক্রমণের হার ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি দেখা দিয়েছে টিকার তীব্র সংকটও। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় আফ্রিকাজুড়ে মুখ থুবড়ে পড়েছে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচিও।

আফ্রিকার দরিদ্র কবলিত অধিকাংশ দেশেই বর্তমানে টিকার সরবরাহ পাওয়ার বড় ভরসা জাতিসংঘের কোভ্যাক্স। যদিও চলতি বছর আফ্রিকা পাবে মাত্র ১৫ কোটি ডোজ। এতেও ঘাটতি থাকবে ৪৭ কোটির।

আফ্রিকায় ডব্লিউএইচওর প্রধান মাতশিদিসো মোয়েতি বলেছেন, টিকাহীন আফ্রিকায় আগামীতে করোনা ভাইরাস আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে।

ডব্লিউএইচও জানিয়েছে, চলতি বছরে তারা ৪০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার যে কর্মসূচি হাতে নিয়েছে, তা আফ্রিকায় সফল করা সম্ভব নয়। এর মাধ্যমে সব মিলেয়ে ১৭ শতাংশ লোককে টিকা দেওয়া যাবে।

আরও পড়ুন : নারীবিষয়ক মন্ত্রণালয়েও আফগান নারীদের প্রবেশ বন্ধ

মোয়েতির মতে, বর্তমান পরিস্থিতিতে ধনী রাষ্ট্রগুলো এগিয়ে না আসলে আফ্রিকায় টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয়।

শিশু ও কিশোর-কিশোরীদের ওপরে কোভিড-১৯ টিকা কতটা কার্যকর তা নিয়ে আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকায় টিকার চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে চীনের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক।

সংস্থাটির সূত্রের বরাতে জানা যায়, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি কেনিয়া, চিলি, ফিলিপাইন এবং মালয়েশিয়ায় ছয় মাস থেকে ১৭ বছর বয়সী প্রায় ১৪ হাজার শিশুর ওপরে তারা টিকার এই পরীক্ষা চালাচ্ছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭

পরীক্ষাটির দায়িত্বে থাকা এক বিশেষজ্ঞ বলেছেন, শিশুদের মধ্যে সংক্রমণের ভয়াবহতা তুলনামূলক কম। তবু তারা আক্রান্ত হচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড