• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রোয়েশিয়ায় ভূমিকম্পের আঘাতে নিহত ৭

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪৮

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্প অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও অনুভূত হয়। খবর আল-জাজিরা ও এএফপির।

প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এই কম্পনের ফলে ঘরের ছাদ ধসে পড়ে। রাস্তায় বিধ্বস্ত বাসাবাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী জাগরেব থেকে ৫০ কিলোমিটার দূরে ২০ হাজার বাসিন্দার শহর পেত্রিঞ্জা।

মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ বলেছেন, এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা গেছে। এই সংখ্যা ‘আরও বেশি হতে পারে’।

আরও পড়ুন : উত্তেজনা বাড়িয়ে সৌদিকে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র দিচ্ছেন ট্রাম্প

ক্রোয়াট পুলিশের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে পেত্রিঞ্জায় ১২ বছরের এক বালিকা রয়েছে। পার্শ্ববর্তী গ্রামে কমপক্ষে আরও পাঁচজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে একটি কিন্ডারগার্টেন স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে ধসে পড়ার সময় এর ভেতরে কোনো শিক্ষার্থী ছিল না।

কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বসনিয়া ও সার্বিয়াতেও। আরেক প্রতিবেশী স্লোভেনিয়ায় ভূমিকম্পের কারণে তাদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সাময়িক বন্ধ রাখা হয়।

হাঙ্গেরির প্যাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কম্পন অনুভব করলেও উৎপাদন বন্ধ করেনি।

আরও পড়ুন : ২০২০ সালে ৫০ সাংবাদিককে হত্যা, গ্রেপ্তার ২৭৪

এর আগে, গত মার্চে জাগরেবে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে একজন প্রাণ হারিয়েছিলেন, সে সময় আহত হন অন্তত ২৭ জন।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড