• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলকে ভয় দেখাতে গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর ভয়ঙ্কর মহড়া

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২০, ১০:৪২

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের অবৈধ আগ্রাসন মোকাবিলায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো যৌথ মহড়া শুরু করেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নানা মডেলের ড্রোন উড়তে দেখা গেছে।

ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিরোধ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি আগ্রাসন মোকাবিলার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করলে। এর ফলে প্রতিরোধকামীরা সহজেই দখলদারদের পরাস্ত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছিলেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। রণাঙ্গনে শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা। আবু মুজাহিদ আরও বলেছেন, ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে।

আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব সৌদির নিরাপত্তাহীনতা বাড়াবে : ইরান

এই প্রথম এ ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হলো। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে ফিলিস্তিনিরা মন্তব্য করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড