• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের সঙ্গে রাশিয়ার বার্ষিক সম্মেলন স্থগিত

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২০, ১৩:৫১
ভারতের সঙ্গে রাশিয়ার বার্ষিক সম্মেলন স্থগিত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : এনডিটিভি)

ভারত ও রাশিয়া মধ্যকার বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। গত ২০ বছরে এই প্রথম দুই দেশের মধ্যে কোনো সম্মেলন স্থগিত হলো। বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিরোধী দল কংগ্রেস বিষয়টিকে ভারতের ভবিষ্যতের জন্য বিপজ্জনক বললেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারির কারণে চলতি বছরের সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না।

ভারতীয় মিডিয়ায় প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের কৌশলগত নির্ভরতার জবাব হিসেবেই কি রাশিয়া তাহলে বার্ষিক সম্মেলন পিছিয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ সংক্রান্ত একটি সংবাদপত্রের প্রতিবেদন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, রাশিয়া সব সময় ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। আমাদের ঐতিহ্যগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা হলে তা অদূরদর্শিতার কাজ হবে, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক।

আরও পড়ুন : রাশিয়ায় আইন-সংবিধানের ঊর্ধ্বে পুতিন

রাহুল গান্ধীর এই টুইটের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক মন কষাকষির তত্ত্বকে উড়িয়ে দিয়ে বিবৃতিটি দিয়েছে। সেখানে বলা হয়, করোনা মহামারির কারণে ২০২০ সালের ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনের আয়োজন করা সম্ভব হচ্ছে না। দুই দেশের সরকার সম্মিলিতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে যেসব কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মিথ্যা গুজব ছড়ানো দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে লরি চালকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বয়ের ক্ষেত্রে নয়াদিল্লির কোয়াড (যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের চর্তুদেশীয় অক্ষ) নির্ভরতা নিয়ে প্রকাশ্যেই বিরোধিতা করেছিল রাশিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড