• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাইজারের পর মর্ডানার টিকা অনুমোদন যুক্তরাষ্ট্রে

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২০, ১৫:৩৫
এবার মর্ডানার ভ্যাকসিন অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র
করোনা ভাইরাসের ভ্যাকসিন (ছবি : প্রতীকী)

ফাইজার-বায়োএনটেকের পর এবার মর্ডানার তৈরি প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকার অনুমোদন দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বলেছে, এই টিকা নিরাপদ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের কর্মীরা মডার্নার টিকা গ্রহণ করেন। তারা এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। বিশেষজ্ঞদের মতে- মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্নার টিকা নিরাপদ এবং ৯৪% কার্যকর। আর এতেই জরুরি ব্যবহারের জন্য এই টিকা অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে।

একদল বিশেষজ্ঞ বৃহস্পতিবারের (১৭ ডিসেম্বর) মধ্যে টিকাটি ব্যবহারের সুপারিশ করেছে। এফডিএ খুব শিগগিরই দ্বিতীয় করোনার টিকা হিসেবে মডার্নার টিকা ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

আরও পড়ুন : ওয়াশিংটনে পাক দূতাবাসের সামনে বাংলাদেশিদের বিক্ষোভ

মডার্নার টিকার বিষয়ে এফডিএ ৫৪ পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, টিকাটিতে বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। মারাত্মক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এফডিএ বলছে, ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষায় মডার্নার টিকা ৯৪.১ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

সূত্র : এপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড