• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াইট হাউস ছাড়লেই জেলে যাবেন ট্রাম্প!

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২০, ১০:৪০
হোয়াইট হাউস ছাড়লেই জেলে যাবেন ট্রাম্প!
মার্কিন নির্বাচনে সদ্য পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে উঠতে যাচ্ছেন জো বাইডেন। তাই জানুয়ারির ২০ তারিখের আগেই হোয়াইট হাউস ছাড়তে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যদিও ক্ষমতায় থাকতে এবং নির্বাচনে হার না মানতে শেষ চেষ্টা করে যাচ্ছেন তিনি। যদিও নিজের চেষ্টার ফল ট্রাম্পও ইতোমধ্যে বুঝে গিয়েছেন। এবার তার ভাতিজি মেরি ট্রাম্প জানালেন ভিন্ন কথা। তার মতে, হোয়াইট হাউস ছাড়ার পরপরই জেলখানায় যেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।

এবার চাচা ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ ও প্রতারক বলেও আখ্যায়িত করেছেন মেরি ট্রাম্প। শনিবার (৫ ডিসেম্বর) বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে।

মেরি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সে জন্য তার বিচার করার বিকল্প নেই।

ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনো ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে যে দাবি করে যাচ্ছেন। সে সম্পর্কে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি।

আরও পড়ুন : ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধজাহাজের আনাগোনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন।

আরও পড়ুন : থাইল্যান্ডে ৩০ হাজার বন্দিকে ক্ষমা করলেন রাজা

এ দিকে ডোনাল্ড ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এমন কিছু আইন লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছেন যার ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার কথা। যদিও দেশের প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা ভোগ করছেন তিনি। ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না তখন আমেরিকার বিচার বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড