• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

থাইল্যান্ডে ৩০ হাজার বন্দিকে ক্ষমা করলেন রাজা

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৮
থাইল্যান্ডে ৩০ হাজার বন্দিকে ক্ষমা করলেন রাজা
স্ত্রীদের সঙ্গে থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন (ছবি : বিবিসি নিউজ)

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের অন্তত ৩০ হাজার কারাবন্দিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন। প্রয়াত রাজা ভূমিবল আদুলুয়াদেজের জন্মদিন উপলক্ষে জারি করা এক রাজকীয় ডিক্রিতে ঘোষণাটি দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সেই ডিক্রিতে দুই লাখেরও বেশি বন্দির দণ্ড কমানোর কথা বলা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) বাবার জন্মদিন পালনের আগে শুক্রবার (৪ ডিসেম্বর) ওই ডিক্রি জারি করেন বর্তমান রাজা ভাজিরালংকর্ন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই শাসন কাজ চালাতে গিয়ে অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন থাইল্যান্ডের বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্ন। রাজতন্ত্র সংস্কারের দাবিতে কয়েক দফায় হাজার হাজার মানুষের বিক্ষোভ সামাল দিতে হয়েছে তাকে।

সম্প্রতি বিক্ষোভকারীদের দাবিতে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা’র পদত্যাগের দাবি। এই বিক্ষোভের সময় বেশ কিছু অ্যাকটিভিস্ট নেতাকে রাজকীয় অবমাননা আইন ভঙ্গে গ্রেপ্তারের হুমকিও দেওয়া হয়েছে। আর বিক্ষোভের সময় আটক হয়েছেন শত শত মানুষ।

আরও পড়ুন : ‘ইসরায়েলই ফখরিজাদেহকে হত্যা করেছে, পশ্চিমারা চুপ কেন?’

শুক্রবার জারি করা রাজ ডিক্রিতে যেসব বন্দিদের সাজা কমানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক সোরাইয়ুথ সুথাসানাসিন্দা, লাল-শার্ট বিক্ষোভের নেতা নাত্তাউথ সাইকুয়ার এবং সাবেক বাণিজ্যমন্ত্রী বুনসন তেরিয়াপিরোম।

আরও পড়ুন : ইয়েমেনি হুথি যোদ্ধাদের সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা যুক্তরাষ্ট্রের

থাই সরকারের ডিপার্টমেন্ট অব কারেকশনের অধীনে দেশটিতে বর্তমানে দণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ১৬১ জন। এর মধ্যে দণ্ড কমানোর সুযোগ নিতে পেরেছেন দুই লাখ ৪৭ হাজার ৫৫৭ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড