• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কারাবাখ যুদ্ধে এরদোগানকে ভয়ঙ্কর হুঁশিয়ারি আসাদের

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর ২০২০, ১৫:৫৯
কারাবাখ যুদ্ধে এরদোগানকে ভয়ঙ্কর হুঁশিয়ারি আসাদের
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : ইউরো নিউজ)

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান সংঘাতে ইন্ধন যোগাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। এমনটাই অভিযোগ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। তিনি বলেছেন, নাগোরনো-কারাবাখের যুদ্ধ অঞ্চলে তুরস্ক শুরু থেকেই সেনা পাঠাচ্ছে। তবে তুর্কি সরকার মুখে তা কখনোই স্বীকার করেনি।

বার্তা সংস্থা আরআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগানের দিকে আঙ্গুল তুলে আজারবাইজানের সঙ্গে সংহতি প্রকাশ করেন আসাদ। যদিও অস্ত্রবিরতির ক্ষেত্রে আন্তর্জাতিক চেষ্টাও প্রত্যাখ্যান করেন তিনি।

আসাদ বলেন, লিবিয়ায় সন্ত্রাসীদের সমর্থন দিয়েছেন এরদোগান। নাগোরনো-কারাবাখের সংঘাতের মূল উসকানিদাতা ও সূত্রপাতকারী তিনি।

এ দিকে বিতর্কিত অঞ্চলটির নৃতাত্ত্বিক আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (৬ অক্টোবর) আজারবাইজান সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। প্রেসিডেন্ট ইলহাম আলিজেভ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিবৃতির মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে।

আরও পড়ুন : আর্মেনীয়দের চরম নিষ্ঠুরতায় সেদিন উচ্ছেদ হয়েছিল লক্ষ আজেরি

বিশ্লেষকদের মতে, সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই এই অঞ্চলে দুই দেশের বিরোধ চলছে। ১৯৯০ এর দশকে আর্মেনিয়ান নৃগোষ্ঠী আজারবাইজানের কাছ থেকে কারাবাখ দখল করে। এ নিয়ে সংঘাত ছড়িয়ে পড়ে সে সময়ই।

আরও পড়ুন : আর্মেনিয়ার হাত থেকে ২২ অঞ্চল মুক্ত করল আজারবাইজান

শুরু হয় যুদ্ধ, যাতে প্রাণ হারিয়েছেন ৩০ হাজার মানুষ। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্য যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি সংঘাতের ইতি ঘটলেও এ নিয়ে দুই দেশের বিবাদ অব্যাহত ছিল। নিজেদের অঞ্চল আবার দখলে বেশ কয়েকবারই হুমকি দিয়েছে আজারবাইজান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড