• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্মেনিয়ার হাত থেকে ২২ অঞ্চল মুক্ত করল আজারবাইজান

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর ২০২০, ১৩:৪৮
আর্মেনিয়ার হাত থেকে ২২ অঞ্চল মুক্ত করল আজারবাইজান
যুদ্ধে জয়লাভের পর ফিরে আসছেন সেনা সদস্যরা (ছবি : প্রতীকী)

প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়ার দখল থেকে এরই মধ্যে নাগোরনো-কারাবাখের ২২ অঞ্চল মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। সোমবার (৫ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জাড়িয়ে পড়ে। আর্মেনীয় বাহিনী আজারিদের বসতি ও সামরিক ঘাঁটিতে হামলা করলে দুই দেশ ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে।

আঙ্কারা জানিয়েছে, আজারবাইজানের বিশ্বস্ত সূত্রের তথ্য মতে সর্বমোট ২২ অধিকৃত বসতি মুক্ত করেছে বাকু। তাদের অধিকৃত অঞ্চলগুলো পুনঃদাবি করে আজারবাইজানের সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।

আজারি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের বেলাগান, বারডা, টার্টার শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া।

আরও পড়ুন : আর্মেনীয়দের চরম নিষ্ঠুরতায় সেদিন উচ্ছেদ হয়েছিল লক্ষ আজেরি

নাগোরনো-কারাবাখ আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে, আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনো কারও স্বীকৃতি পায়নি।

বিশ্লেষকদের মতে, সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকেই এই অঞ্চলে দুই দেশের বিরোধ চলছে। ১৯৯০ এর দশকে আর্মেনিয়ান নৃগোষ্ঠী আজারবাইজানের কাছ থেকে কারাবাখ দখল করে। এ নিয়ে সংঘাত ছড়িয়ে পড়ে সে সময়ই।

আরও পড়ুন : রিজার্ভ সৈন্য শেষ হওয়ায় যুদ্ধে নারীদের পাঠাচ্ছে আর্মেনিয়া

শুরু হয় যুদ্ধ, যাতে প্রাণ হারিয়েছেন ৩০ হাজার মানুষ। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্য যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি সংঘাতের ইতি ঘটলেও এ নিয়ে দুই দেশের বিবাদ অব্যাহত ছিল। নিজেদের অঞ্চল আবার দখলে বেশ কয়েকবারই হুমকি দিয়েছে আজারবাইজান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড