• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোলায় আহত আজারবাইজানের মূল শত্রু

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর ২০২০, ১৫:৪৭
গোলায় আহত আজারবাইজানের মূল শত্রু
সীমান্তে যুদ্ধরত সেনা সদস্য (ছবি : প্রতীকী)

আজারবাইজানের সেনাবাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন নাগোরনো-কারাবাখের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতা আরাইক হারুতুনিয়ান। রবিবার (৪ অক্টোবর) বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থায় আজারবাইজানের সেনাবাহিনীর গোলার আঘাতে তিনি মারাত্মকভাবে জখম হন।

আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতা আরাইক হারুতুনিয়ান কথিত আরতাসখ রিপাবলিকের প্রেসিডেন্ট। দীর্ঘদিন বাঙ্কারে লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত মুসলিম সেনাদের হাত থেকে রক্ষা পেলেন না তিনি।

আজারবাইজানের দ্বিতীয় বৃহৎ শহর গানজায় আর্মেনীয় হামলার পর দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিজেভের সহযোগী হিকমেত হাজিয়েভ বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেন, আরাইক হারুতুনিয়ান, আপনি ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন না। আপনি বাঙ্কারে লুকিয়ে ছিলেন। কিন্তু আজারবাইজানি সেনারা সেই বাঙ্কারেও আঘাত হেনেছে।

আরও পড়ুন : রিজার্ভ সৈন্য শেষ হওয়ায় যুদ্ধে নারীদের পাঠাচ্ছে আর্মেনিয়া

তিনি আরও বলেন, গানজা শহরে বেসামরিক লোকজনের ওপর হামলা করে সে যে অপরাধ করেছে তার শাস্তি তাকে দেওয়া হয়েছে। অন্য সন্ত্রাসী এবং যুদ্ধাপরাধীরাও দ্রুতই শাস্তি পাবে।

নাগোরনো-কারাবাখ দখলের পর আর্মেনিয়ার সমর্থনে আরতাসখ রিপাবলিক নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিচ্ছিন্নতাবাদীরা। যদিও বিশ্বের কোনো দেশই তাদের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি। এমনকি আর্মেনিয়াও তাদের স্বীকৃতি দেয়নি। এই আরতাসখ এর প্রেসিডেন্ট আরাইক হারুতুনিয়ান।

আরও পড়ুন : আজারবাইজানের ভয়ঙ্কর আক্রমণে পালাচ্ছে আর্মেনীয় সেনারা

এ দিকে বড় রকমের সংঘর্ষের পর কারাবাখ এলাকায় বেশ কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে আজারবাইজান। সোমবার (৫ অক্টোবর) দক্ষিণ ককেশাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে নবম দিনের মতো সামরিক সংঘাত চলছে।

সূত্র : ডেইলি সাবাহ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড