• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আক্রমণ করে আরও ৭ গ্রাম জয় করল আজারবাইজান

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর ২০২০, ১২:০৩
আক্রমণ করে আরও ৭ গ্রাম জয় করল আজারবাইজান
উল্লাসে লিপ্ত সেনা সদস্যরা (ছবি : আল-জাজিরা)

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। টানা এক সপ্তাহের সংঘর্ষের পর আর্মেনিয়ার দখল থেকে নিজেদের আরও সাতটি গ্রাম মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। শনিবার (৩ অক্টোবর) আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অ্যালিয়েভ ঘোষণাটি দিয়েছেন।

টুইটার বার্তায় তিনি জানান, আজারবাইজানের সেনাবাহিনী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শত্রুদের হাত থেকে টের্টার জেলার তালিশ গ্রাম, জাব্রাইল জেলার মেহদিলি, চক্সিরলি, আশাগি ম্যারালিয়ান, শেবি, গাইজাগ ও ফিজুলি জেলার আশাগি আবদুররহমানিয়ালি গ্রাম মুক্ত করেছে।

এর আগে অ্যালিয়েভ ঘোষণা করেছিলেন যে মাদাগিজ শহরে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনারা। টুইটারে তিনি লেখেন, আজ আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজের ওপরে আমাদের পতাকা উত্তোলন করেছে। মাদাগিজ এখন আমাদের।

আরও পড়ুন : আজারবাইজানের ভয়ঙ্কর আক্রমণে পালাচ্ছে আর্মেনীয় সেনারা

গত ২৭ সেপ্টেম্বর বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ফের সংঘর্ষে জড়ায় আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী। আর্মেনিয়া দাবি করেছে, আজারবাইজানই প্রথমে বিমান এবং আর্টিলারি হামলা চালিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে, তারা আর্মেনিয়ার হামলার জবাবে পাল্টা হামলা করেছে। এ সংঘর্ষে অনেক সেনা সদস্য ও বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, আর্মেনিয়া এবং আজারবাইজান ১৯৯১ সালের আগ পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দুইটি স্বাধীন দেশ হিসেবে আলাদা হয় তারা। গত চার দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই দেশ দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অঞ্চল হিসেবেই স্বীকৃত নাগোরনো-কারাবাখ। যদিও এটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়ানরা।

আরও পড়ুন : আজারবাইজানে পারমাণবিক হামলা করবে আর্মেনিয়া

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এবং জাতিসংঘ মহাসচিব ও অনেক আন্তর্জাতিক সংস্থা ওই অঞ্চলগুলো থেকে দখলদার বাহিনীকে তাদের সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া ওএসসিই মিনস্ক গ্রুপের মধ্যস্থতায় ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড