• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালদ্বীপকে বিক্রির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট ২০২০, ১৫:৩৫
মালদ্বীপকে বিক্রির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ
মালদ্বীপে বিক্ষোভ দমনে রাজপথে মোতায়েন পুলিশ (ছবি : আল-জাজিরা)

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে এবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার! মূলত এই অভিযোগের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করেছে বিরোধী কোয়ালিশন জোটের শরিক দল প্রগ্রেসিভ পার্টি অব মালদিভস (পিপিএম) ও পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) সমর্থকরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের সতর্কতা উপেক্ষা করেই দেশের বিভিন্ন স্থানে তারা সমবেত হন।

দেশের কোভিড-১৯ হটস্পট হিসেবে পরিচিত রাজধানী মালেতেও বিক্ষোভ হয়েছে। এবার বিক্ষোভকারীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পড়ে মিছিল করেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিরোধী জোট বলেছিল যে তারা রাজধানীতে বিক্ষোভ করবে না। যদিও রাজধানীর সড়কগুলোতে বিপুল সংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেল র‍্যালিতে অংশ নেয়।

বর্তমান সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ ও সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের মুক্তির দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানি লন্ডারিং মামলায় ইয়ামিন ৫ বছরের জেল খাটছেন।

আরও পড়ুন : ইমরানের পতন ঘটাতে গোপনে যা করছেন সৌদি যুবরাজ

দেশের বর্তমান পরিস্থিতিতে ইয়ামিনের মতো নেতা প্রয়োজন উল্লেখ করে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে পদত্যাগের আহ্বান জানায়।

দেশটিতে কোভিড-১৯ সংক্রমণের হার বেড়েছে এবং সতর্কতার মাত্রা ৯-এ পৌঁছে গেছে। তাই কর্তৃপক্ষ বারবার জনগণকে সুরক্ষা গাইডলাইন অনুসরণ করার আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন : সিরিয়ায় কুর্দি গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে আমিরাত

সাবেক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে গত মঙ্গলবার বিরোধী দলগুলো সমুদ্র র‍্যালির আয়োজন করে।

সূত্র : দি এডিশন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড