• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় কুর্দি গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে আমিরাত

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট ২০২০, ১৪:৪৪
সিরিয়ায় কুর্দি গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে আমিরাত
সিরিয়ায় হামলাকারী কুর্দি গেরিলারা (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ায় সরকারবিরোধী পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) কুর্দি গেরিলাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দারা। দেশটির উত্তর এবং পূর্বাঞ্চলে যেসব এলাকায় কুর্দিদের আধিপত্য রয়েছে সেখানে এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

রবিবার (৩০ আগস্ট) কয়েকটি সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ২০১৭ সালে কুর্দি গেরিলাদের সঙ্গে আমিরাতের সিগন্যাল ইন্টেলিজেন্স এজেন্সির কর্মকর্তারা গোপনে বৈঠক করেন।

প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দারা ওয়াইপিজি গেরিলাদেরকে গোয়েন্দা কার্যক্রম এবং শত্রুপক্ষের গোয়েন্দা অভিযান মোকাবেলার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে। এসবের পাশাপাশি কিভাবে রাষ্ট্রের ভেতরে অন্তর্ঘাতমূলক তৎপরতা এবং গুপ্তহত্যা চালাতে হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন : গ্রিসকে হুঁশিয়ারি দিয়ে তুর্কি সেনাবাহিনীর রোমহর্ষক ভিডিও প্রকাশ

এছাড়া কুর্দি গেরিলাদেরকে সিগনাল ইন্টেলিজেন্স এবং ইনফরমেশন সিকিউরিটি ও যোগাযোগের নানা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আমিরাতি গোয়েন্দাদের কাছ থেকে এ সমস্ত প্রশিক্ষণ পাওয়ার পর কুর্দিরা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলি, হাসাকা এবং দেইর আয-যোর শহরে নানা অভিযান চালায়।

আরও পড়ুন : আবারও সীমান্তে চীন-ভারতীয় সেনাদের সংঘাত

অনাদোলুর খবরে আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা কর্মকর্তারা ওয়াইপিজি গেরিলাদের সঙ্গে একটি গোপন হট লাইন স্থাপন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড