• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইমরানের পতন ঘটাতে গোপনে যা করছেন সৌদি যুবরাজ

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট ২০২০, ১৫:০৭
ইমরানের পতন ঘটাতে গোপনে যা করছেন সৌদি যুবরাজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (ছবি : খালিজ টাইমস)

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের টানাপড়েনের মধ্যে ইসলামাবাদে সরকারের পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে রিয়াদ। স্থানীয় মিডিয়ার বরাতে আল-আরাবি জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিকল্প হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে ক্ষমতায় বসাতে চাচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেরোরিজমের (আইএমএএফটি) কমান্ডার জেনারেল শরিফ সৌদি রাজ পরিবারের পছন্দের একজন প্রার্থী।

ঐতিহ্যগতভাবে রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। যদিও কাশ্মীর সংকট নিয়ে উভয় দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ইসলামাবাদের অভিযোগ, কাশ্মীর ইস্যুতে নীরবতা পালন করছে সৌদি সরকার।

গত বছরের আগস্ট থেকেই বিতর্কিত এই ইস্যুতে সৌদির সমর্থন আদায়ের চেষ্টা করছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান। এমনকি সৌদি নেতৃত্বাধীন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) যাতে এই ইস্যুতে পদক্ষেপ নেয় তার চেষ্টাও চালিয়ে যাচ্ছে ইমরান খানের সরকার।

আরও পড়ুন : সিরিয়ায় কুর্দি গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছে আমিরাত

এছাড়া কাশ্মীর ইস্যুতে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকেরও আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

এ দিকে সৌদির বাইরে গিয়ে পাকিস্তান পদক্ষেপ নিতে পারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির এমন হুঁশিয়ারির পর সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে।

আরও পড়ুন : গ্রিসকে হুঁশিয়ারি দিয়ে তুর্কি সেনাবাহিনীর রোমহর্ষক ভিডিও প্রকাশ

মূলত ওই ঘটনার পর হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে ৬.২ বিলিয়ন ডলার ঋণ ও তেল সরবরাহ চুক্তি বাতিল করে সৌদি আরব। পরে রিয়াদকে শান্ত করতে গত ১৭ আগস্ট রিয়াদ সফর করেন পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ লে. জেনারেল কামার জাভেদ বাজওয়া।

আরও পড়ুন : আবারও সীমান্তে চীন-ভারতীয় সেনাদের সংঘাত

যদিও পাকিস্তান জানায় এটি রুটিন সফর। তবে ওই বৈঠকের কয়েকদিন পর কাশ্মীর ইস্যুতে ওআইসি’র ভূমিকা প্রশংসা করে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড