• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানকে চারটি ভয়ঙ্কর যুদ্ধজাহাজ দিচ্ছে চীন, চাপে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট ২০২০, ০৮:৫৭
পাকিস্তানকে চারটি ভয়ঙ্কর যুদ্ধজাহাজ দিচ্ছে চীন, চাপে ভারত
চীনের বিমানবাহী রণতরী (ছবি : প্রতীকী)

ক্রমশই গাঢ় হচ্ছে বন্ধুরাষ্ট্র পাকিস্তান ও এশিয়ার পরাশক্তি চীন মধ্যকার সম্পর্ক। যার অংশ হিসেবে এবার পাক বাহিনীকে অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ দিল বেইজিং। যদিও এ রকম আরও তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তানি নৌ সেনাদের জন্য বানাচ্ছে চীনা কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, এত বড় যুদ্ধজাহাজ বিশ্বের অন্য কোনো দেশের জন্য আগে বানায়নি চীন। মূলত শত্রুরাষ্ট্র হিসেবে পরিচিত ভারতকে চাপে ফেলতেই চীন সরকারের এই পদক্ষেপ।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এটি চীনের সামরিক রফতানিতে একটি বড় ধাপ। বিশেষ এই প্রকারের গাইডেজ মিসাইল ফ্রিজেট আগে কোনো দেশের কাছে বিক্রি করেনি চীন।

পাক মিডিয়ার দাবি, এর মাধ্যমে পাকিস্তানি নৌসেনাদের প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। আগামী বছরের মধ্যে এ রকম আরও তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তানের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পরমাণু অস্ত্র নিয়ে না খেলার হুঁশিয়ারি ইরানের

চীনের সাংগাইতে জাহাজগুলো প্রস্তুত করা হচ্ছ। মূলত সেখানেই প্রথমটিকে জনসমক্ষে আনা হয়। এ সময় চীনের সামরিক কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন : আমিরাতের পর এবার সৌদির দিকে নজর ইসরায়েলের

উল্লেখ্য, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের দিন দুয়েকের মধ্যেই এই যুদ্ধজাহাজ প্রকাশ্যে এলো। প্রায় ৪০০০ টন লোড ডিসপ্লেসমেন্টের ক্ষমতাসম্পন্ন এই জাহাজে আছে অত্যাধুনিক রেডার ও মিসাইল ব্যবস্থা। এতে ১৬৫ জন নাবিকও থাকতে পারবেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড